1. admin@timesofpabna.com : admin :
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

চাটমোহর মাঠভরা হলুদের সৌরভ, বাম্পার ফলনের আশা চাষীদের

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
তুষার ভট্টাচার্য চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এবার সরিষা আবাদে বৈপ্লবিক পরিবর্তন  হয়েছে। নতুন জাতের সরিষাসহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। চাটমোহরের বিভিন্ন  মাঠে শোভা পাচ্ছে  হলুদ রংয়ের সরিষার ফুল। এবার সরিষার বাম্পার ফলনের আশা করছেন সরিষা চাষিরা।
উপজেলা  কৃষি অফিস সূত্রে জানা যায়,এবছর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৮ হাজার ৭৪০ হেক্টর জমিতে। কিন্তু বিলের পানি নিষ্কাশনে দেরি হওয়ায় অনুকূল আবহাওয়া আর উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় কৃষি প্রণোদনা দেওয়ার পরও আবাদ হয়েছে ৮ হাজার ৩৯৬ হেক্টর জমিতে। বিশেষ করে উপজেলার অধিকাংশ উঁচু জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আরোও জানা গেছে, চাটমোহরে বারী-৯,১৪,১৫,১৭ ও ১৮ এবং বিনা-৪,৯ ও ১১ জাতের সরিষার আবাদ হয়েছে। প্রতি বিঘা সরিষা আবাদে সার-বীজসহ উৎপাদন খরচ হয় ৩ হাজার টাকা। আর প্রতি বিঘা জমিতে সরিষা উৎপাদন হয় ৫ থেকে ৬ মণ। বর্তমানে হাট-বাজারে প্রতিমণ সরিষার দাম ৩ হাজার  থেকে সাড়ে ৩ হাজার টাকা।
 উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি  গ্রামের কৃষক উজ্জ্বল হোসেন বলেন,এ বছর উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে  কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ বিঘা জমিতে বারি সরিষা-১৪ আবাদ করেছি। ইতিমধ্যে ফুলে-ফলে মাঠ ভরে গেছে। আশা করছি ফলন ভাল হবে।বাদবাকি উপর আল্লাহ হাতে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন বলেন সরকার ভোজ্য তেলের উপর আমদানি নির্ভরতা কমিয়ে আনতে আগামী জ্জ বছরের মধ্যে শতকরা ৪০ ভাগ তেল ফসলের আবাদ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলা কৃষি বিভাগ কৃষকদের কৃষি প্রণোদনা প্রদানের পাশাপাশি নানাভাবে সহযোগিতা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group