পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় এক কৃষকের ৩২ বছরের ভোগ দখলীয় জমি জবর দখল করে স্থাপনা নির্মাণ করেছে সন্ত্রাসীরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর গ্রামের মৃত- ইউসুফ আলীর ছেলে দরিদ্র কৃষক আজহার আলীর বাঊৎনাগধা মৌজার সাড়ে ১১ শতক জমি ২০২২ সালে জোড়পূর্বক দখল করে স্থাপনা নির্মানের চেষ্টা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আজাহার আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকী দেয়। এ ঘটনায় আজাহার আলী বাদী হয়ে সন্ত্রাসী রফিকুল ইসলাম ও সাহ আলমসহ ১৯ জনকে আসামি করে ফরিদপুর উপজেলা সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭৫/২০২২ইং। বিজ্ঞ আদালত প্রথমে ওই জমির উপর স্থিতাবস্থা জারি ও পরে আজহার আলীর পক্ষে রায় প্রদান করেন। এমতাবস্থায় গত ৫ আগস্ট ২০২৪ সরকার পরিবর্তনের পর একটি রাজনৈতিক দলের প্রভাবে গত ৪ জানুয়ারি ২০২৫ ইং সকালে ওই জমিতে আবাদ করা সমস্ত ফসল কেটে দখল করে চারচালা টিনের ঘর তৈরি করে। এ ঘটনায় জড়িত ১৯ জনের বিরুদ্ধে আজাহার আলী পাবনা পুলিশ সুপার, পাবনা সেনা কর্মকর্তা ও ফরিদপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন। আজাহার আলী বলেন, অভিযোগ করার পড়েও সন্ত্রাসীরা ওই জমিতে জোড়পূর্বক দখল করে চার চালা টিনের ঘর নির্মাণ করেছে। তিনি বলেন, দলিলমূলে ক্রয়করা ঔই জমি দীর্ঘ ৩২ বছর ভোগ দখল করে আসছেন। তিনি ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবী করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna