চাঁদপুরের মতলবে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোস্তফা মিয়া (৪৫)। সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম লাকি বেগম (২৫)। তার স্বামী মোস্তফা মিয়া কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি অটোরিকশাচালক। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। সংসারে তাদের একটি ছেলে রয়েছে।
মোস্তফা মিয়ার দাবি, রাতে বাগবিতণ্ডা হয় আমাদের। ভোরে পুনরায় বিতণ্ডা হলে ছুরি দিয়ে তাকে আঘাত করি
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ও মোস্তফাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।
Leave a Reply