কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবক খুন হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম আল-আমিন সরদার। তিনি তালবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম রানাখড়িয়ার রবিউল সরদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতেন। একই এলাকার আসাদুলের কাছে তাদের বেশ কিছুদিন আগের মাংস বিক্রির টাকা পাওনা ছিলো। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। পরে রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এর জের ধরে রাতে আসাদুল এবং তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সঙ্গে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আল-আমিন ও লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত দুইজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। সে কারণে অতিরিক্ত রক্তক্ষরণে আল-আমিনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আল-আমিনকে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna