চলমান বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচে আগে ব্যাট করে সিলেটকে ২০৪ রানের বড় লক্ষ্য দিয়েছেন বন্দরনগরীর দলটি।
রোববার (১৩ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে উসমান খান শুরুটা ভালো করলেও মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া পারভেজ ইমন। তবে তিনে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন উসমান।
৩২ বলে ফিফটি তুলে নেন এই পাক ব্যাটার। দুই বল পরেই ক্যাচ আউট হন তিনি। অপর প্রান্ত থেকে ২৮ বলে ফিফটি তুলে নেন ক্লার্ক। এরপর ৩৩ বলে ৬০ রান করে ফেরেন তিনি। এরপর ১৯ বলে ২৮ রান করে ক্লার্ককে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন।
এরপর শামীম হোসেন ১ রান আউট হলে চিটাগংয়ের হাল ধরেন হায়দার আলি। শেষ পর্যন্ত এই পাকিস্তানি ব্যাটারের ১৮ বলের অপরাজিত ৪২ রানে ভর করে ২০৩ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুই উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna