বিশেষ প্রতিনিধিঃ
পাবনা জেলা জামাতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন বলেছেন জামাত ক্ষমতায় এলে জনগনের দূর্দশা দূর হবে তিনি বলেন বাংলাদেশ জামাতে ইসলাম সুশাসন প্রতিষ্ঠা করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যেখানে জাতি ধর্ম বর্ণের কোন ভেদাভেদ থাকবেনা। সবার আগে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আজ মঙ্গলবার পাবনা শহরের অনন্ত বাজার পৌরসভার সাত নং ওয়ার্ডে হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বাংলাদেশ একটি অস্প্রদায়িক দেশ যেখানে সকল ধর্মের মানুষ একে অপরের সাথে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রেখে বসবাস করছেন। আমরা সবসময় মানুষের কল্যানে কাজ করছি এবং ভবিষ্যতেও করবো। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচার এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর থানা কর্মপরিষদ এর সদস্য মোঃ আয়ুব আলী, জামাতে ইসলামীর পাবনা পৌর সাত নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ মিনহাজ উদ্দিন, সাংগনিক সম্পাদক মোঃ ফিরোজ খান রঞ্জু, জামাতে ইসলামী দোগাছি ইউনিয়ন এর সভাপতি মোঃ বাবুল আক্তার সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ, এ সময় শতাধিক হরিজনদের মাঝে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয়, এর পরে পাবনা পৌর বাস টার্মিনাল এ প্রায় দুইশত দিন মজুর ও রিক্সাচালকদের মাঝে শীত নিবারনের জন্য জ্যাকেট বিতরণ করা হয়।
Leave a Reply