1. admin@timesofpabna.com : admin :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট একাউন্টেন্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের বাজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক।

জানা যায়, পাসপোর্ট সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন ফারুক। প্রথম কিস্তির ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি বিশেষ দল তাকে আটক করে।

ভুক্তভোগী মেহজাবিন সরকার পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন, এতে ঘুষ চাওয়ার বিষয়টি দুদককে তিনি জানালে এই অভিযান পরিচালিত হয়।

ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, একজন ভুক্তভোগীর অভিযোগে আমাদের একটি গোপন দল সেই এলাকায় অবস্থান নেয়। পরে ভুক্তভোগীর কাছ থেকে টাকা নিতে এলে তাকে আমরা হাতেনাতে আটক করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group