প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১০:৩৬ এ.এম
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মর*দেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী মাঠ থেকে এক যুবকের মর*দেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সীমান্তবর্তী এলাকা থেকে ওই যুবকের রহস্যজনক লা*শ উদ্ধার করে পুলিশ।
দর্শনা থানার সেকেন্ড অফিসার অনুজ কুমার জানান, লোকমুখে খবর পেয়ে দর্শনা সীমান্তের ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে তল্পাশি চালানো হয়। পরে সকাল ৮টার দিকে গ্রামের জহির হোসেনের জমিতে পড়ে থাকা মর*দেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, উদ্ধার ব্যক্তি দর্শনা পৌরসভার দক্ষিণ চাঁদপুর গ্রামের এরশাদ আলির ছেলে নাজিম উদ্দীন (৩৮)।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna