প্রতিবেদক মোঃ আলাল উদ্দিনঃ আজ ১৫ জানুয়ারি সন্ধা ৭:৩০ মিনিটে পাবনা সদর থানার একটি বিশেষ টিম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনায় অভিযান চালিয়ে অবৈধ ইসিজি মেশিনসহ দালাল চক্রের এক জন সদস্যকে আটক করেছেন। আটককৃত দালালের মোঃ প্রান্ত হোসেন (২৮) পাবনা সদর উপজেলার নুরপুর গ্রামের মোঃ একরাম হোসেন এর ছেলে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারন রোগীর আত্নীয়- স্বজনদের বিভিন্নভাবে বুঝিয়ে সকল প্রকার পরীক্ষা- নিরীক্ষা বাইরে ডায়াগনস্টিক সেন্টারে এবং এমনকি হাসপাতালের মধ্যে এসে দালাল চক্রের সদস্যরা টেস্ট করে। ইসিজি করার জন্য সরকারি মূল্য মাত্র ৮০ টাকা কিন্তু দালালরা ৪০০-৭০০ টাকা পযন্ত নেই। পাবনা জেনারেল হাসপাতালে বহিরাগত দালাল উচ্চমূল্যে ইসিজি করায় সদর থানা কর্তৃক আসামি গ্রেফতার ও ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজা প্রসঙ্গে পাবনা সদর থানার এ এস আই মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীও ফোর্স কনস্টেবল রকি বাবুর নেতৃত্বে, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বহিরাগত ইসিজি ম্যান মোঃ প্রান্ত হোসেন (২৮), পিতা একরাম হোসেন, গ্রাম নুরপুর পাঁচপুকুর, থানা পাবনা, জেলা পাবনা কে, হাসপাতালের মেডিসিন বিভাগে পুরুষ ওয়ার্ডের অভ্যন্তরে ইসিজি মেশিন ও ব্যাগসহ হাসপাতালে রোগীকে জোরপূর্বক উচ্চমূল্যে ইসিজি করার সময় আসামি প্রান্ত কে গ্রেফতার করে পাবনা সহকারী ভূমি কমিশনার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত করে আসামি প্রান্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে । পরে পুলিশ আসামীকে এসকটের মাধ্যমে পাবনা জেলা কারাগারের নিয়ে যায়। এই অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ, ও রোগীরা সাধুবাদ জানায়, এবং দালালরা আতঙ্কিত, এ অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna