সংবাদদাতাঃ পাবনা জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খাইরুল ইসলামসহ দশ জন নেতাকর্মীকে বেধোরক মারপিটের অভিযোগ উঠেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাবিবের অনুসারীদের বিরুদ্ধে। বুধবার ১৫ই জানুয়ারি রাত আটটায় মানিকহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ক্ষেতুপাড়া বিএনপি’র কর্মী সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে আতর্কিত হামলা চালায় সেলিম রেজা হাবিবের অনুসারী মানিকহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রনাই, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা, বিএনপি নেতা শিপন, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা এরশাদ, বিএনপি নেতা হুমায়ুন, মানিকহাট ইউনিয়ন বিএনপি নেতা আঁখের, বিএনপি নেতা নিরাল শেখ।এ সময় দেশীয় অস্ত্র দিয়ে মানিকহাট ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক খাইরুল ইসলাম,মানিকহাট ইউনিয়ন কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মাহফুজ মন্ডল,মানিকহাট ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা রিয়াজ মন্ডল, বিএনপি নেতা মাসুদ মন্ডল, বিএনপি নেতা হযরত মোল্লা, বিএনপি মমিন মোল্লা, রিপন শেখ, সুবাহান কাজী, সুমন কাজী, ইউনিয়ন যুবদল নেতা শফিকুলকে আহত করে। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলামের হাত ভেঙ্গে দেয় এবং পিঠে জখম করে রক্তাক্ত করে।এ সময় সন্ত্রাসীরা মানিকহাট ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় অভিযুক্ত সেলিম রেজা হাবিবের অনুসারীরা পলাতক রয়েছে। এ বিষয়ে সুজানগর থানার ওসির সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply