শহর প্রতিনিধিঃ দূর্নীতির বিরুদ্ধে অভিযানের চালানোর অভিপ্রায়ে পাবনা জুলাই আন্দোলন এর নেতৃত্বদানকারী ছাত্র সমন্বয়কের একটি প্রতিনিধি দল পাবনা গণপূর্ত অধিদপ্তর ও পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করেন এসময় একই ঠিকাদার কে কাজ দেওয়া ও কাজ দেওয়ার পর সাতদিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার প্রমান পান এবং কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের সাক্ষাৎ বা কোন প্রকার বক্তব্য পাননি, এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ করেন। এর পর তারা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আহাসান উদ্দিনের সাথে বৈঠক করেন এসময় সমন্বয়কেরা বলেন পাসপোর্ট করতে আসা মানুষেরা নানা রকম হয়রানির শিকার হন এবং অফিসের নিম্ন শ্রেণির কর্মচারীদের সাথে দালালদের যোগসাজশে প্রতারণা ও অতিরিক্ত অর্থ আদায়সহ বেশ কিছু অভিযোগ করেন এবং পাসপোর্ট অফিস দালালমুক্ত ও সাধারণ জনগন সহজে সঠিক সেবা পান সে বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। এবং সহকারী পরিচালক আহাসান উদ্দিন নিজ কার্যালয় দালাল মুক্ত ও জনগনের হয়রানি নিরসনের বিষয়ে নানা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। আলোচনা শেষে সমন্বয়কদের পক্ষে বরকতুল্লা ফাহাদ সাংবাদিকদের বলেন আমরা সরকারি সকল অফিসে দূর্নীতি অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার এবং নিয়মিত তদারকি করছি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দূর্নীতিবাজ মুক্ত করতে হবে জনগণের হয়ে কাজ করতে হবে আমরা জনগণের সহযোগী হয়ে কাজ করছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যেখানেই অন্যায় অনিয়ম হবে সেখানে আমরা এগিয়ে যাবো আপনারা আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ আমরা সবসময় জনগনের জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করবো। এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক বরকতুল্লা ফাহাদ, মোঃ শাওন হোসেন, ইউসুফ আরফান বিপ্লব, রাসেল আহমেদ,আরিফ আহমেদ, মিনহাজ হোসেন,শরিফুল ইসলাম শাকিল, কাজী তৌফিক সহ অন্যান্য সমন্বয়কবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna