বিশেষ প্রতিনিধি:নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্থায় জব্দ করেছে র্যাব। এ সময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন।
এর আগে শনিবার বিকেলে জেলার শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও সেই ব্যক্তিকে আটক করেছে বলে জানায় র্যাব-১১।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান আটক করে তল্লাশি করে। এ সময় কাভার্ডভ্যানের ভেতরে থাকা ১ হাজার ২৫৫ পিস ভারতীয় শাড়ি, ১১০ পিস থ্রি-পিস, ১৮ হাজার ১৭৫ পিস স্কিন সাইন ক্রিম, ১৬ হাজার ৯১৫ পিস মেলনোর ক্রিম, ১৪ হাজার ৯৯৭ পিস স্কিন সাইনকাইস ক্রিম, ৮ হাজার ১৯০ পিস ক্লপ-জি ক্রিম, ৪ হাজার ৩২০ পিস গোমেলা ক্রিম, ৪ হাজার পিস বেটনোভেট ক্রিম, ১ হাজার ৮০০ পিস ইট্রাকোনাজল ক্রিম, ৫ পিস ডেরোবিন ক্রিম, ৯ হাজার ৪৩১ পিস ভ্যাটেনারি ক্যাপসুল, ৫০ পিস ভ্যাটেনারি ফুড, ২৪৪৮ মিটার জর্জেট থান কাপড়, ১১০ পিস সাবান, ২৬ পিস এয়ার ক্লিনসার, ১০ পিস ফেইস ওয়াস, ৭ পিস শ্যাম্পু, ৫ পিস হেয়ার কালার জব্দ করা হয়।
জানা যায়, জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য দুই কোটি ২৮ লাখ টাকা।
র্যাব-১১ এর নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধপথে ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছে আটক কাঞ্চন পাল। এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় মামলার পর আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna