বিশেষ প্রতিবেদক:চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সোমবার কোতোয়ালী থানা পুলিশ তাদের আটক করে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
আটক দুজন হলেন, মো. জুম্মান ও মো. ফিরোজ (২০)। তারা নগরের খুলশী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে আটক ব্যক্তিরা কোতোয়ালি থানা এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনকে মামলা করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করা দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করতে এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
Leave a Reply