বিশেষ প্রতিবেদক:ল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মূল্য পরিশোধ সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিনে উন্নীত করা হয়েছে। সুযোগটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এ সুবিধা পাবে না। নতুন সার্কুলার অনুযায়ী নির্ধারিত সময়ের পর গ্রাহকের নামে বৈদেশিক মুদ্রায় দায় পরিশোধের সময় বৃদ্ধি করা যাবে না।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna