বিশেষ প্রতিবেদক:বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বব্যাংকের সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বেজের্দে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসাস) জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্দে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশে করে বলেন, আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই। আপনারা যেকোনো সহায়তার জন্য আমাদের ওপর নির্ভর করতে পারেন।
বিশ্বব্যাংকের পরিচালনা বিভাগের এই কর্মকর্তা জানান, বিশ্বব্যাংক বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সহায়তা দিতে চায়।
এছাড়া আলোচনায় তারা জুলাই মাসের অভ্যুত্থান, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনীতির অবস্থা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী দূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna