মোঃ আলাল উদ্দিনঃ
পাবনায় বখাটে কর্তৃক দ্বিতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষক কে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করেছে এলাকাবাসী।জানা যায়, ২৫ শে জানুয়ারী (শনিবার) দুপুরে প্রতিবেশী নেশাখোর বখাটে ফয়সাল শিশু টিকে নিজ ঘরে ডেকে নিয়ে চকলেট খাওয়ার জন্য ২০ টাকা দিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশু বাড়িতে গিয়ে জানালে স্থানীয়রা ধর্ষণকারী বখাটে কে আটক করে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত কে গ্রেফতার করে।
ধর্ষক ফয়সাল (৩৫) ভাঁড়ারা ইউনিয়নের নলদাহ গ্রামের হান্নানের ছেলে ও ভুক্তভোগী শিশু নলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।এঘটনায় ধর্ষক ফয়সালের দৃষ্টান্ত মুলক বিচার দাবি করেন স্থানীয়রা।
Leave a Reply