শিশির ইসলাম
পাবনা জেলা গোয়েন্দা শাখা ও পাবনা থানা পুলিশের যৌথ অভিযানে পাবনা জেলার আতাইকুলা থানাধীন শ্রীকোল মাঝপাড়া গ্রামে জোড়া ব্রিজের নিচে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা ১. মোঃ শাহিদুল ইসলাম(৩১), পিতা-মৃত. মুনু ফকির, ২. মোঃ তপু রায়হান(৩৫), পিতা-মৃত জোনাব আলী, ৩. মোঃ শাকিল মৃধা(১৯), পিতা-মোঃ বেল্লাল মৃধা, সর্বসাং- শ্রীকোল, থানা-আতাইকুলা, আটককৃত আসামীদের বিরুদ্ধে আতাইকুলা থানার এফআইআর নং-১৪,ধারা- ৬/৭/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী ২০১৩) মামলা দায়ের করা হয়। এদিকে জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে পাবনা জেলার সদর থানাধীন চরতারপুর চরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মোঃ আমিরুল ইসলাম(৩৮) পিতা আক্কাজ আলী খান, সাং-চরতারাপুর টাটিপাড়া, থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করা হয় এবং আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানার মামলা নং-৫২ ধারা- ৬/৭/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন,২০০৯ (সংশোধনী ২০১৩) দায়ের করা হয়। এবং চাটমোহর থানা পুলিশের যৌথ অভিযানে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন দক্ষিন সারোটিয়া সাকিনে অভিযান পরিচালনা করে চাটমোহর থানার বিস্ফোরন আইনের ৩/৫/৬ ধারা এর পলাতক আসামী ১। মোছাঃ আজিদা পারভিন পাখি (৪০), পিতাঃ মোঃ আজিজল হক, সাং-দক্ষিন সারোটিয়া, থানাঃ ভাঙ্গুড়া, জেলাঃ পাবনাকে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
Leave a Reply