বিশেষ প্রতিবেদক:দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় বন্দরের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের আশ্বাসের দেড় ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বন্দরের চারমাথা মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি। তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা চাই দ্রুত প্রধান শিক্ষকের অপসারণ করা হোক।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna