হাবিবুল্লাহ ইবনে হোসেন শশীঃ আজ শুক্রবার ৩১ জানুয়ারি সকাল ১০ টায় শিবরামপুরে শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে ওয়াজেদ আলী এবং ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল ও হুডি বিতরণ করা হয়।সেখানে মরহুম ওয়াজেদ আলী এবং ফিরোজা বেগম এর নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের চেয়ারম্যান তাদের ছেলে পারভেজ এম খসরু শিবরামপুর মিলন সংঘ স্কুল এর সামনে নিজ বাড়ি "নিপবন" এ কর্মসূচি পালন করেন। শীতবস্ত্র হাতে পেয়ে সকলকে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায়।
সেসময় তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন ইস্টার্ন গ্রুপ ও পার্ক ভিউ এবং মাসুদ ড্রাগস্ এর পরিচালক সাহেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রাজশাহী বিভাগ'র) সাবেক সহ সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ (রাজশাহী বিভাগ'র) সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, বিশিষ্ট সমাজ সেবক কাইয়ুম হোসেন, সমাজ সেবক বাচ্চু সাহেব, ফারুক আহমেদ সোহেল, এমদাদুল হক রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী বাবু, টুটুল, সুমন প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ শেষে পারভেজ এম খসরু একটি ব্যাটারি চালিত নতুন রিক্সাও দান করেন। সালগাড়িয়া গোলাম আলী কাদেরির গ্যারেজ সংলগ্ন মরহুম হাছান ফকিরের ছেলে রিক্সা চালক আছু ফকিরকে (৫৫) এই রিক্সা দান করেন।
পরিশ্রমী আছু ফকির রিক্সা হাতে পাওয়ায় অভাব সরিয়ে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সেইসাথে মরহুম ওয়াজেদ আলী এবং ফিরোজা বেগমের রুহের মাগফেরাত কামনা ও তাদের ছেলে খসরুর জন্যেও মহান আল্লাহর দরবাবারে দোয়া করেন। উল্লেখ্য খসরু আমেরিকা থাকায় বছরের এই সময় দেশে এসে এই সকল জনকল্যানকর একাধিক কাজ করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna