বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদের চালান জব্দ করেছে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির।
বিজিবির জানিয়েছে, শুক্রবার গভীর রাতে সুনামগঞ্জের সদর ও তাহিরপুর উপজেলার ডলুরা, নারায়নতলা ও বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা সীমান্তের নৈগাও, কাপনা, কামারভিটা ও রঙ্গারছড়া এলাকা থেকে ৮৫৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দ যার মদের আনুমানিক মূল্য ১২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, শুক্রবার গভীর রাতে সীমান্তের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভারতীয় ৮৫৫ বোতল মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna