বিশেষ প্রতিনিধিঃ একটি আসন বাদ রেখেই কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নাম প্রকাশ করেছে।সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী।সম্ভাব্য প্রার্থীরা হলেন- কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) মোসাদ্দেক আলী ভূঁইয়া; কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) শফিকুল ইসলাম; কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মোহাম্মদ রোকন রেজা; কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) রমজান আলী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) কবির হোসেন। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি।এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির রমজান আলী বলেন, ‘শনিবার কিশোরগঞ্জ সদরের উবাই পার্কে কিশোরগঞ্জ জেলা ও উপজেলার জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামিউল হক ফারুকী কিশোরগঞ্জের সংসদীয় পাঁচটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।’তিনি আরও বলেন, ‘স্থানীয় মতামত ও মাঠপর্যায়ের জরিপের ভিত্তিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অন্য দল যেভাবে তফসিল ঘোষণার পর প্রার্থী দেয়, জামায়াতে ইসলামী এভাবে দেয় না। দলীয় মনোনয়ন নিয়ে জামায়াতে কোনো কোন্দল বা গ্রুপিংও হয় না। নির্বাচন কোন সময় হবে, সেটা নিয়ে জামায়াতে ইসলামী বসে থাকে না। নির্বাচনী প্রচারণা ও তৃণমূলের মানুষের কাছে গিয়ে তাঁদের দুঃখ–দুর্দশা ভাগাভাগি করে নেওয়াটা এ দলের নেতাদের নিয়মিত রুটিন কাজ।’এ দিকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে। প্রার্থীদের মধ্যে মোসাদ্দেক আলী ভূঁইয়া জামায়াতের জেলা কমিটির সদস্য, শফিকুল ইসলাম কটিয়াদী উপজেলা কমিটির সদস্য, রোকন রেজা কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক, রমজান আলী জেলা জামায়াতের আমির এবং কবির হোসেন ভৈরব উপজেলা জামায়াতের আমির।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna