প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৫, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৬:১৮ এ.এম
ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

মিজান তানজিলঃ পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা ইউনুস আলী ডিগ্রি কলেজে জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হয়নি বলে অভিযোগ উঠেছে।
গত ৮ ই জানুয়ারি ২০২৫ পাবনা জেলা প্রশাসক বরাবর এমন অভিযোগ করেছেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার।
তার অভিযোগে বলা হয়েছে, ইউনুস আলী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষের অবসর জনিত কারণে কলেজটির দর্শন বিভাগের জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক নাজমুন নাহার ও পরবর্তীতে অর্থনীতি বিভাগের জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক সাদরুল আমিন খান ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত ১ জানুয়ারি ২০২৫ তারিখে ৬ জন সহকারী অধ্যাপক সহ মোট ৭ জনকে উপেক্ষা করে ৮নং ক্রমিকের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। যা রীতিমতো বিধি বহির্ভূত এবং জৈষ্ঠ শিক্ষকবৃন্দদের প্রতি চরম অবমাননা ।
তবে এ ব্যাপারে কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, নিয়ম মেনে সবার সম্মতি ক্রমে আব্দুল মজিদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna