বিশেষ প্রতিনিধি:আর মাত্র ১১ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। এবার ঘরের মাঠে নিজেদের সেরাটা দিয়ে শিরোপা ধরে রাখতে চায় পাকিস্তান। এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জমকালো এক অনুষ্ঠানে জার্সি উন্মোচন করেছে পাকিস্তান।এবারের চ্যাম্পিয়নস ট্রফির জার্সির রং করা হয়েছে টিয়া। যার বুকের নিচে লেখা রয়েছে দেশের নাম। বুকের ডানপাশে রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির লোগো, আর বাঁ পাশে ক্রিকেট বোর্ডের লোগো। জার্সির হাতের নিচ থেকে কোমর পর্যন্ত গাঢ় সবুজ রঙের স্ট্রাইপ, পেছনের দিকে টিয়া-রঙের ওপর খেলোয়াড়ের নাম। ট্রাউজারের রং গাঢ় সবুজ।
নিজেদের ভেরিফায়েড পেইজে জার্সি নিয়ে ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছে পিসিবি। যেখানে ক্রিকেটের প্রতি পাকিস্তানের মানুষের ভালোবাসার বিষয়, অলি-গলিতে বসে নানা বয়সের মানুষ খেলা দেখার বিষয় ও নিজের দল জিতলে কেমন ভাবে তারা উদযাপন করেন সেগুলো তুলে ধরা হয়েছে। অনলাইনে লাইভ খেলা দেখুনজার্সি উন্মোচনে অংশ নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফরা। নারী দলের হয়ে ছিলেন সাদিয়া ইকবাল ও ফাতিমা সানাও।
এদিকে এই মেগা ইভেন্টকে সামনে রেখে লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামকে নতুন রূপে সংস্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ম্যাচ দিয়ে প্রায় তিন দশক পর কোনো আইসিসি ইভেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে স্টেডিয়ামটিতে। দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরে ফেরার অপেক্ষায় পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা।আগামী ১৯ ফেব্রুয়ারি ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।আট দলের লড়াইয়ে গ্রুপপর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
Leave a Reply