বিশেষ প্রতিনিধি:শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে, দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না।রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জানান, বিএনপি সংস্কারের বিরোধী নয়। কিন্তু এই মুহূর্তে বাস্তবতা বিবেচনা করতে হবে।সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের দীর্ঘসময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা- তা নিয়েও সংশয় প্রকাশ করেন গয়েশ্বর। বলেন, দীর্ঘদিন পরে এখন কেন সারাদেশে হামলা হচ্ছে- তা নিয়েও জনমনে প্রশ্ন আছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna