বিশেষ প্রতিনিধি:গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (৯ ফেব্রুয়ারি) টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে সফরকারীরা। ১৪ বছর পর শ্রীলঙ্কায় কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিতলো অজিরা। এই ম্যাচে পন্টিংয়ের একটি রেকর্ডও ভেঙেছেন স্টিভ স্মিথ।জেতার জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট দাঁড়ায় মাত্র ৭৫ রান, যা সহজেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। ২০১১ সালের পর আরও দুইবার লঙ্কা সফর করে অজিরা। তবে সিরিজ জিততে ব্যর্থ হয় তারা। এবার সেই আক্ষেপ ঘুচলো স্মিথ-স্টার্কদের। ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে অ্যালেক্স ক্যারি ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে ৪১৪ রানে থামে অজিদের ইনিংস। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩১ রানেই শেষ হয় লঙ্কানদের ইনিংস।প্রথম৮ উইকেটে ২১১ রান নিয়ে যখন চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা, স্কোরবোর্ডে মাত্র ৫৪ রানের লিড ছিল তাদের। লঙ্কানদের শেষ ভরসা হয়ে ক্রিজে টিকে ছিলেন কুশল। প্রথম ইনিংসে ৮৫ রানে অপরাজিত থাকা এই ডানহাতি ব্যাটার আগের দিনের ৪৮ রানের সাথে যোগ করতে পারেন মাত্র ২ রান। অর্ধশতক পেরোনোর পরেই বিদায় নেন তিনি। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৫ ব্যাটার আউট হন এক অঙ্কের রানে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna