বিশেষ প্রতিনিধি:কুষ্টিয়ায় কুমারখালীতে অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মোবিন হাসান প্রান্ত (২৮) ও উপ-দফতর সম্পাদক মো. মেজবাউল হক হৃদয়কে (২১) আটক করেছে পুলিশ।রোরবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাতে পদ্ম পুকুর ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্ম পুকুর ঘাট এলাকায় নাশকতা করার প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি ও উপ-দফতর সম্পাদক আটক করা হয়। তাদেরকে নাশকতা ও বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna