বিশেষ প্রতিনিধি:গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। স্থানীয় এক রেডিও অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, ‘মধ্যপ্রাচ্যে হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কোল বারামার রেডিও অনুষ্ঠানে সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমরা এখনও এটি উপলব্ধি করতে পারেছি না।’
বেন-গভির বলেন, তিনি সরকারের একমাত্র লোক, যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।
মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, ‘আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না। করলে আপনার আন্তর্জাতিক মহলে গ্রহনযোগ্যতা কমে যাবে’
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna