বিশেষ প্রতিনিধি:প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান হজ পালনের উদ্দেশে। সঙ্গে যেতে পারতো শিশু সঙ্গীরাও। তবে ২০২৫ সাল থেকে আর কোনো শিশুকে সঙ্গী হিসেবে নিতে পারবেন না হাজীরা। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে এমন তথ্যই জানানো হয়েছে।মন্ত্রণালয় জানায়, মূলত অতিরিক্ত ভীড়ের ফলে শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা এর আগে হজ পালন করেননি তাদের বেশি প্রধান্য দেয়া হবেও জানানো হয়েছে।সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna