প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৪:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৮:৩১ এ.এম
মোহাম্মদপুরের চাঁদ উদ্যান থেকে প্রায় আড়াইশ বস্তা চাল ও আটা জব্দ

বিশেষ প্রতিনিধি:মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে অবস্থিত সিয়াম স্টোর নামের একটি গুদাম থেকে দুস্ত জনগণের জন্য নির্ধারিত খাদ্য অধিদফতরের ২৩০ বস্তা চাল ও আটা জব্দ করা হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদামের ভেতর থাকা সরকারি সিলযুক্ত বস্তা হতে চাল-আটা বেসরকারি কোম্পানির নতুন বস্তায় পরিবর্তন করে বিক্রির প্রস্তুতির সময় দুই ট্রাকে ২৩০ বস্তা মালামাল আটক করে সেনাবাহিনী। তবে গুদাম ফাঁকা থাকায় সেখান থেকে কাউকে আটক করা যায়নি।ধারণা করা হচ্ছে, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। বর্তমানে ট্রাকগুলো মোহাম্মদপুরের বসিলা সেনা ক্যাম্পে রয়েছে এবং গুদামটি তালা বদ্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।এ ব্যাপারে খাদ্য অধিদফতরের ডিলার গা ঢাকা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে খাদ্য অধিদফতরের কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna