বিশেষ প্রতিনিধিঃচলতি বিপিএলে এবার সন্দেহ উঠেছে আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে। আগামী ৬ ফেব্রুয়ারি তাকে দিতে হবে বোলিং অ্যাকশন পরীক্ষা।
লিগ পর্বের শেষ ম্যাচে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। এই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নেয় বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে ৪১ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন সানি।
ওইদিনই এই স্পিনারের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেন মাঠে থাকা আম্পায়াররা। পরে জানানো হয় ম্যাচ রেফরিকে। আর সে কারণে ফাইনালের আগেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে।
এর আগে, আরাফাত সানির বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরবর্তীতে অ্যাকশন বদলে ফিরে আসেন এই বাঁহাতি স্পিনার।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna