বিশেষ প্রতিনিধিঃবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হান্নান সরকার। শনিবার (১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিসিবিকে জানান ৪৬ বছর বয়সী সাবেক এ ক্রিকেটার।
জানা গেছে ভবিষ্যতের কথা ভেবেই এই দায়িত্ব ছাড়ছেন তিনি। নির্বাচকের পদ ছাড়লেও ক্রিকেটের সঙ্গেই থাকছেন হান্নান। এবার তাকে দেখা যাবে নতুন ভূমিকায়।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন এই সাবেক। কথাবার্তা চলছে বেশ কয়েকটি দলের সঙ্গেও। সবমিলিয়ে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। তিনি দায়িত্ব ছেড়ে দেয়ায় পুরুষ জাতীয় দলের নির্বাচক এখন দুজন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আছেন আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, নির্বাচক ক্যারিয়ারে বয়সভিত্তিক নির্বাচক হিসেবে যুব বিশ্বকাপের পাশাপাশি হান্নান সরকার জিতেছেন দুটি যুব এশিয়া কাপ।
Leave a Reply