বিশেষ প্রতিবেদকঃউয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের শেষ ষোলোর জমজমাট লড়াই। আজ রাতে ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে গড়াবে প্রথম লেগের ম্যাচটি।
মাঠের পারফরম্যান্সে চেনা চেহারার ধারেকাছেও নেই ম্যানচেস্টার সিটি। এমন পরিস্থিতিতে কঠিন পরীক্ষার মুখোমুখি গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা করে নিতে দিতে হবে রিয়াল পরীক্ষা।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়নস লিগে প্রাথমিক পর্বে এই দুই দলের পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। ছিটকে পড়ার দুয়ার থেকে ফিরে এসেছে সিটি।
অপরদিকে, শিরোপাধারী রিয়ালের অবস্থান পয়েন্ট তালিকার ১১ নম্বরে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে এ নিয়ে টানা চার আসরে ইউরোপের সফলতম দল রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে সিটি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna