বিশেষ প্রতিবেদকঃনাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। উপজেলার মৌখড়া এলাকার একটি বিস্ফোরক ও নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়।জানা যায়, সোমবার সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়ার বাসা থেকে শিউলী বেগমকে আটক করে পুলিশ। সম্প্রতি থানা ভবনের সামনে ‘চোর-পুলিশের প্রেমে পড়েছে গানে নেচে টিকটক ভিডিও বানান।আজ মঙ্গলবার তাকে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।এর আগে, গত ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন আব্দুল মালেক নামের এক ব্যক্তি বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান।
Leave a Reply