বিশেষ প্রতিবেদকঃনিষেধাজ্ঞার কবলে পড়ে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এর মধ্যেই গুঞ্জন ওঠে, ক্লাব ছাড়তে পারেন তিনি। সৌদি আরবের একাধিক ক্লাব তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পর্যন্ত ঘোষণা করতে যাচ্ছে— ছড়িয়ে পড়ে এমন খবর। তবে এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে ঘুরেফিরে এসেছে ভিনিসিয়ুয় জুনিয়রের প্রসঙ্গ। ভিনিসিয়ুসকে পেতে সৌদি লিগ আগ্রহ দেখালেও কোচ কার্লো আনচেলত্তি বলছেন ভিনির ভাবনা কেবল রিয়ালকে ঘিরেই।
রিয়াল কোচ বলেন, আমি যতদূর জানি এবং আমার কাছে যে তথ্য আছে তাতে স্পষ্ট ভিনি বেশ খুশি আছে এবং রিয়াল মাদ্রিদে সে ইতিহাস গড়তে চায়। আমরাও এখানে খুশি আছি এবং সেইসাথে ইতহাস গড়তে চাই।
এদিকে ফুটবল ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমের তথ্যানুযায়ী সময়ের সেরা তারকাকে পেতে অবিশ্বাস্য এক প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের ক্লাব আল-আহলি। প্রতিবেদন অনুসারে, আল-আহলির প্রস্তাবটি হতে যাচ্ছে দলবদলের বাজারে ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড়। ভিনিসিয়ুসকে পেতে রিয়াল মাদ্রিদকে আল-আহলি দিতে চলেছে ৩৬৫ মিলিয়ন মার্কিন ডলারের লোভনীয় প্রস্তাব। যা ভিনিসিয়াসকে বানাবে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে কিলিয়ান এমবাপ্পের আগমনের পর এই ব্রাজিলীয়ানের ওপর ক্লাবের নির্ভরশীলতা কমেছে বলে তৈরি হয় ধারণা। যদিও আনচেলত্তি মনে করিয়ে দিয়েছেন ভিনি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
এই ইস্যুতে কোচ আনচেলত্তি বলেন, যারা এসব ধারণা পোষণ করেন, তারা হয়তো ভুলে গেছেন ভিনিসিয়ুসকে নিয়েই আমরা প্যারিস ও লন্ডনে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। মানুষ এটা একেবারেই ভুলে গেছে। একজন খেলোয়াড় হিসেবে ভিনিকে নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই।
উল্লেখ্য, ২০২৪ সালে ব্যালন ডি’অরের লড়াইয়ে দ্বিতীয় হন ভিনিসিয়ুস জুনিয়র। ওই বছরই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন এই ফরওয়ার্ড।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna