বিশেষ প্রতিবেদকঃঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক এমপি শেখ হেলালের ব্যক্তিগত সহকারী (পিএস) মুরাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি।রেজাউল করীম মল্লিক বলেন, দেশে ছেড়ে পালানোর সময় শেখ হেলালের পিএস মুরাদকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের জন্য বিপুল অর্থের যোগান দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna