বিশেষ প্রতিবেদকঃ জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চোটের জন্য নিজেকে প্রত্যাহার করে নেন ২৪ গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জোকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি। নিজের ১০০তম এটিপি শিরোপা জেতার অপেক্ষায় বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।
আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি তিনি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জোকোভিচের। ২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, আমার পেশিতে এখন আর কোনো সমস্যা নেই। চোট প্রায় ১০০ শতাংশ সেরে গিয়েছে। চিকিৎসক অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন। প্রস্তুতি নিতে কোনো সমস্যা নেই। পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত।
তিনি আরও বলেন, দ্রুত সুস্থ হতে পেরেছি। টেনিস জীবনের প্রথম ১৫ বছরের তুলনায় এখন বেশি চোট পাচ্ছি। সম্ভবত বয়স বাড়ার জন্যই এত চোট লাগছে। তবে আমার শরীর এখনও আমার কথা শোনে। ভিতরে এখনও আগুন জ্বলছে। আরও সাফল্য অর্জন করতে চাই।
উল্লেখ্য, বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জোকোভিচ। জিমি কোনর্স (১০৯টি খেতাব) এবং রজার ফেদেরার (১০৩টি খেতাব) ছাড়া আর কারও নেই এই কৃতিত্ব।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna