বিশেষ প্রতিবেদকঃপ্রয়াত ফুটবলার মোনেম মুন্নাকে কিডনি দানকারী তার বোন সামসুন নাহার আইভী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কিডনি জটিলতায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
জানা যায়, দীর্ঘদিন ধরে মরণব্যাধি এই রোগটির সাথে লড়াই করছিলেন তিনি। মৃত্যুকালে রেখে যান দুটি করে পুত্র ও কন্যা সন্তান। মোনেম মুন্না ১৯৯৯ সালের রমজানে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানেই তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। পরের বছর মার্চে বেঙ্গালুরুতে বোন শামসুন নাহার আইভীর কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। পরে, ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna