বিশেষ প্রতিবেদকঃ দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ইসিতে পৌঁছায়।জানা গেছে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কারে নানা দিক নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী আসনের পুনর্বিন্যাস নিয়েও আলোচনা করবে জামায়াতের প্রতিনিধি দল। জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়েও সুনির্দিষ্ট আলোচনা করবে দলটি।প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সব কমিশনাররা এই বৈঠকে অংশ নিয়েছেন। এরআগে নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna