বিশেষ প্রতিনিধিঃএবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১২টি দেশ ও অঞ্চল থেকে টেলিভিশনে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। সেই সাথে প্রথমবারের মতো আইসিসির কোনো ইভেন্ট সম্প্রচারিত হতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে।জানা গেছে, ১৬টি ফিডে ৯টি ভাষায় চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করবেন ক্রিকেটভক্তরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি ও তামিলসহ আরও ৫টি ভাষায় শোনা যাবে ধারাভাষ্য।স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং স্পোর্টস এইটিনে এসব ভাষায় সম্প্রচারিত হবে খেলা। আর বাংলাদেশের দর্শকরা খেলা উপভোগ করবেন টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। পাশাপাশি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখা যাবে টফি অ্যাপেও।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna