বিশেষ প্রতিবেদকঃআগামীকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। কাল সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন।
আজ শনিবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তিনি জানিয়েছেন, এই সম্মেলনে ৩০টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৫৪টি প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইন কানুন ও বিধিমালা সংশোধন এবং জনস্বার্থের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে।
ইতোমধ্যে ডিসি ও বিভাগীয় কমিশনাররা তাদের মোট ৩৫৪টি প্রস্তাব দিয়েছেন। প্রতিবছরই সম্মেলনের আগে এসব প্রস্তাব জমা পড়ে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, গত বছর ডিসি সম্মেলনে নেয়া সিদ্ধান্তের মাত্র ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আগের সরকারের অগ্রাধিকার মূলক অনেক বিষয় বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে পড়ে না। এ কারণেই অনেক বিষয় কম বাস্তবায়ন হয়েছে।
ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদার করা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানো, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন এবং ভৌত অবকাঠামো উন্নয়ন বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে ডিসি সম্মেলনে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna