টাইমস ডেস্কঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রী চায়না বেগমের সাথে ঝগড়া করে অভিমানে আব্দুল হালিম মন্ডল (৫০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কিশামত শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হালিম মন্ডল কিশামত শেরপুর গ্রামের সাখাওয়াত জামান মন্ডলের ছেলে। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী হালিম মন্ডলের শেরপুর নতুন বাজারে মুদির দোকান রয়েছে।
স্বজন ও স্থানীয়রা জানান, সম্প্রতি স্ত্রী চায়না বেগমের সাথে ঝগড়া হয় হালিমের। এরই জেরে অভিমানে রোববার সকালে সবার অজান্তে দোকানে তিনি বিষপান করেন। টের পেয়ে স্বজনরা প্রথমে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর হাসপাতালে নেয়ার পথে হালিম মিয়া মারা যায়। দাম্পত্য জীবনে হালিম মিয়ার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দাম্পত্য কলহের জেরে হালিম মন্ডল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply