বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর ইসলামবাগের একটি ভবনে লাগা অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা গেছে।শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ১৭ মিনিটে ইসলামবাগে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দশ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে তারা।ফায়ার সার্ভিস সদর দফতর থেকে জানানো হয়, প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট কাজ শুরু করে। এরপর হাজারীবাগ, পলাশী ও সিদ্দিক বাজার থেকে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে সরেজমিন দেখা গেছে, টিনশেডের কয়েকটি ঘর ও ছোট্ট ছোট্ট কয়েকটি দোকান পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna