টাইমস ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বর্ধিত সভা আহ্বান করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি এ সভা হবে। এতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ৩৪ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন করেছে দলটি।আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।ওই বার্তায় বলা হয়, আগামী ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির বর্ধিত সভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে সদস্য হিসেবে রয়েছেন খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আজিজুল বারী হেলাল, এ বি এম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু ও আমিনুল হক।এ ছাড়া ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটি আহ্বায়ক হাবিব উন-নবী খান সোহেল ও সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী। আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু এবং মিডিয়া কমিটির আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna