Warning: Creating default object from empty value in /home/timesofpabna/public_html/wp-content/themes/BreakingNews Design1/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ভারতের বিপক্ষে কেমন হবে উইকেট? যা জানা গেল ভারতের বিপক্ষে কেমন হবে উইকেট? যা জানা গেল – Times Of Pabna
  1. admin@timesofpabna.com : admin :
  2. ceo@timesofpabna.com : Pabna T : Pabna T
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ভারতের বিপক্ষে কেমন হবে উইকেট? যা জানা গেল

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ ভারত-বাংলাদেশের পারিপার্শ্বিক প্রভাব ও অবস্থা বিবেচনায় খেলার মাঠেও এই দুই দেশের লড়াই যোগ করেছে ভিন্নমাত্রা। অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে আরও একটি বাংলাদেশ-ভারত লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। কেমন হবে সেই ম্যাচের উইকেট, তা নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের।চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলোর ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গ্রুপপর্বের সেই তিন ম্যাচের জন্য দুটি উইকেট বেশ কিছু দিন ধরেই আলাদা করে পরিচর্যা করা হচ্ছে বলে খবর ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের।সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ-ভারত ম্যাচটি যে উইকেটে হবে তা লম্বা সময় ধরে ব্যবহার করা হচ্ছে না। যার মানে ফ্রেশ উইকেটে খেলার সুযোগ পাচ্ছেন দুই দলের ক্রিকেটাররা। যদিও অন্য উইকেটগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। সম্প্রতি আইএল টি-টোয়েন্টির ১৫টি ম্যাচ হয়েছে এই মাঠে। উইকেটগুলোর ওপর বেশ ধকল গেছে।উইকেটের বিষয়ে সংশ্লিষ্ট এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, ‘দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টি পিচ আছে। আইএল টি-টোয়েন্টির লিগ পর্যায়ে বিশেষ নির্দেশনা ছিল যেন, দুটি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তরতাজা রাখতে বলা হয়েছিল পিচ দুটি। নকআউট ম্যাচের এই দুই উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কি না, জানা নেই।”তিনি আরও যোগ করেন, ‘তবে মূল ব্যাপার হলো, অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর ও নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তরতাজা উইকেটে ব্যাটসম্যান ও বোলাররা সমান সহায়তা পেতে পারে।”সাধারণত দুবাইয়ে উইকেটগুলোতে স্পিনারদের তুলনায় পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। কখনও কখনও মুভমেন্ট ও বাড়তি বাউন্স পাওয়া যায় এখানে। তাই একাদশ গঠনের ক্ষেত্রে বেশ সতর্ক থাকতে হবে দুদলকে। জানা গেছে, ভারত সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও এই মাঠেই খেলবে রোহিত শর্মার দল। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া অন্য যেকোনো দলের চেয়ে সহজ হবে ভারতের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Theme Designed By FriliX Group