বিশেষ প্রতিবেদকঃ শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত বিশ্ব খুনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর আলীয়া মাদ্রাসা মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার পতন হবে জানলেও কত রক্তের বিনিময়ে পতন হবে সেটা জানতাম না। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কেননা ফ্যাসিস্ট হাসিনার দোসরা বসে আছে।তিনি আরও বলেন, বেশি সংস্কার সংস্কার বলে জনগণের দ্রব্যমূল্যের নাভিশ্বাস উঠাবেন না। স্পষ্টভাবে বলতে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। কোনো বাহানায় বিলম্ব করবেন না।ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna