টাইমস ডেস্কঃ ঢাকার সাভারে পুলিশ টাউন এলাকায় যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের ছুরির আঘাতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাস ঢাকার গুলিস্তানের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সাভারের পুলিশ টাউন এলাকায় ব্রিজের কাছাকাছি যাত্রী উঠাতে গেলে ধারালো চাকু (ছোট আকৃতির) হাতে দু’জন ব্যক্তি বাসটিতে উঠে পড়েন। এ সময় তারা সামনের দিকের যাত্রীদের তল্লাশি করে মুঠোফোন, ম্যানিব্যাগ ও কয়েকজন নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেন। তখন কয়েকজন যাত্রী বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের আঘাত করেন। পরে ছিনতাইকারীরা বাস থেকে নেমে পালিয়ে যান।বাসটিতে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলকামা আজাদ বলেন, যাত্রীরা ছিনতাইকারীদের ধরতে গেলে তাদের ছুরিকাঘাতে চালকের সহকারীসহ তিনজন আহত হন। দু’জনের পায়ে এবং একজনের হাতে মারাত্মক জখম হয়। পরে ছিনতাইকারীরা দ্রুতই বাস থেকে নেমে পালিয়ে যান। বাসে ১৫-২০ জন যাত্রী ছিলেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানিয়েছেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna