টাইমস ডেস্কঃ যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ঈশ্বরদীতে গ্রেফতার ১১৮ ফেব্রুয়ারি রাত থেকে সোমবার ১৭ ফেব্রুয়ারি সন্ধা পর্যন্ত ১০ দিনে এই অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেডিল হান্টে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার সন্ধা পর্যন্ত ১০ দিনে এই অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ যুবলীগের নেতাকর্মী রয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম আরও জানান, যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত রয়েছে।উল্লেখ্য গাজীপুরে ছাত্র–জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna