টাইমস ডেস্কঃ টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছেন টপ-অর্ডারের তিন ব্যাটার। ডেভন কনওয়ে আউট হয়েছেন ১৭ বলে ১০ রান করে। দলীয় ৩৯ রানে আবরার আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই ফেরেন কেইন উইলিয়ামসন। নাসিম শাহ’র বলে উইকেটের পেছনে থাকা রিজওয়ানের ক্যাচ হয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২ বলে ১ রান। ড্যারিল মিচেলকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন ইয়ং। তবে সেই জুটিকে খুব বেশিদূর যেতে দেননি হ্যারিস রউফ। তার শর্ট লেংথের বল পুল শট খেলতে গিয়ে শাহিন আফ্রিদির হাতে ধরা পড়েন ২৪ বলে ১০ রান করা মিচেল। এরপর চতুর্থ উইকেট জুটিতে টম লাথামকে নিয়ে এগোতে থাকেন ওপেনার উইল ইয়ং। ১০৭ বলে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন ইয়ং। অন্যপ্রান্তে ফিফটির দিকে এগোচ্ছেন লাথাম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে ব্যাটিং করছেন উইল ইয়ং এবং টম লাথাম।
Leave a Reply