বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘের পরামর্শ অনুযায়ী জুলাই হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বিকালে হবিগঞ্জ শহরের পৌরসভা মাঠে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জুলাই আন্দোলনে এক হাজার চারশোর মতো হত্যাকাণ্ড ঘটেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। এই প্রতিবেদনটি একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। এখন গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করা প্রয়োজন। তাহলে মানুষের মধ্যে মনোবল ফরে আসবে।
তিনি আরও বলেন, শুধু জুলাই-আগস্টেই নয় গত ১৬ বছর ধরে ধারাবাহিকভাবে শেখ হাসিনা ও তার দোসররা গুম, হত্যাকাণ্ড চালিয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই বিচার করতে হবে। বিচারের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। এই সরকার না পারলেও বিএনপি বিচার করবে।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna