বিশেষ প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এই অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
বাসগুলো হলো, মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন। তবে জাটকা জব্দ করা হলেও বাস কোম্পানিগুলোকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করা হয়নি।
যাত্রীরা জানান, পটুয়াখালী জেলার গলাচিপা, দশমিনা ও বাউফল উপজেলা থেকে বিভিন্ন কোম্পানির বাস নিয়মিত ঢাকায় যাতায়াত করে। রাতের চলাচল করা বাসগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ঢাকায় নেয়া হয়। এতে গন্ধে অতিষ্ঠ তারা। তবে প্রতিবাদ করেও দীর্ঘদিন এর সমাধান মেলেনি দীর্ঘদিন।
এর আগেও মাছ পরিবহন করা দায়ে বাস কোম্পানিকে সতর্ক করেছিল প্রশাসন। একাধিকবার বাসের মালিকানা সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানাও করা হয়েছে। তবুও প্রতিনিয়ত মাছ পরিবহন করছে বাসগুলো।
এ বিষয়ে বাউফলের সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, গলাচিপা থেকে ছেড়ে আসা চারটি বাসে ৫ থেকে ৬ ইঞ্চি আকারের জাটকা ইলিশ ঢাকায় নেয়া হচ্ছে বলে খবর পাই। পরে অভিযান চালিয়ে তিনটি বাস থেকে ১৪টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়। মাছের পরিমাণ আনুমানিক ১৪ মন হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
সম্পাদক ও প্রকাশক: শিশির ইসলাম।
নির্বাহী সম্পাদক: সফিক ইসলাম।
বার্তা সম্পাদক মোঃ রাজিব জোয়ার্দ্দার।
Copyright © 2024 Times Of Pabna